সারাদেশ ডেস্ক, আজনিউজ২৪: বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। রোববার (২১ ফেব্রুয়ারি) ভোরে কলেজ গেট এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষ্যদর্শী এবং ফায়ার সভির্সের উদ্ধার কর্মীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে বগুড়াগামী এস আর পরিবহনের সাথে রংপুর থেকে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের ড্রাইভার-হেলপারসহ ছয়জন নিহত হয়।
পরে স্থানীয়দের সাথে নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে। হাইওয়ে পুলিশ জানায়, ট্রাকের গতি বেশি থাকায় এবং রাস্তায় চার লেনের কাজ চলায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর প্রায় দু’ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। পরে সকাল আটটা থেকে আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সূত্র : সময় টিভি