ইন্টারন্যাশনাল ডেস্ক: নির্ধারিত সময়ের মধ্যে করোনার টিকা না নেয়ায় প্রায় ৩ হাজার স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করেছে ফ্রান্স। চলতি সপ্তাহে বিনা বেতনে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রায় ২৭ লাখ স্বাস্থ্যকর্মীর মাত্র ১২ শতাংশের টিকাদান বাকি। দুই ডোজ টিকা নিয়েছেন দেশটির জনসংখ্যার ৮১ শতাংশ। সম্প্রতি নতুন নিয়ম চালু করেছে ফরাসি সরকার। গত বুধবার তা কার্যকর হয়েছে। এ অনুযায়ী ২৭ লাখ স্বাস্থ্যকর্মীসহ দমকল বাহিনী এবং নার্সিং হোমের কর্মীদের টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়।
গত ১২ জুলাই তাদের নোটিশ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে সবাইকে অন্তত এক ডোজ টিকা নিতে হবে। অন্যথায় শাস্তিস্বরূপ বরখাস্ত করা হবে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ফরাসি স্বাস্থ্যমন্ত্রী জানান, বেঁধে দেয়া সময়ে করোনার টিকা না নেয়ায় ৩০০০ স্বাস্থ্যকর্মী বরখাস্ত করা হয়েছে। অবশ্য অধিকাংশকেই সাময়িক বরখাস্ত করা হয়।