বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪: ফ্রান্সের ফিল্ম ফেস্টিভালে দুটি পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও টিভি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। জনপ্রিয় এই নাট্য পরিচালক এবার দেশটির ভেসোল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে দুটি পুরস্কার জিতে নিয়েছে তার বহুল প্রতীক্ষিত ছবি ‘শনিবার বিকেল’। ফিচার কম্পিটিশনে নির্বাচিত হয়ে নেটপ্যাক জুরি প্রাইজ এবং হাই স্কুল জুরি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে এই ছবিটি।
আন্তর্জাতিকভাবে ছবিটির প্রদর্শনী থেমে না থাকলেও দেশে মুক্তির অনুমতি পায়নি মোস্তফা সরয়ার ফারুকীর বহুল প্রতীক্ষিত ছবি ‘শনিবার বিকেল’। সেন্সর বোর্ডও এই ছবিটির ছাড়পত্র নিয়ে নির্বিকার। সম্প্রতি চ্যানেল আই অনলাইনকে সেন্সর বোর্ডের গুরুত্বপূর্ণ একজন সদস্য জানালেন, ‘বাংলাদেশে এই ছবির ভবিষ্যৎ নিয়ে তারা অবগত নন’!
পুরস্কার জিতে পুরো টিমকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফারুকী। তিনি লিখেছেন, ‘শনিবার বিকেল দুটি পুরস্কার জিতেছে ভেসোলে। নেটপ্যাক জুরি প্রাইজ এবং হাই স্কুল জুরি অ্যাওয়ার্ড! আমার টিম এবং আরও যারা পুরস্কার জিতেছেন তাদের অভিনন্দন। আমরা উপস্থিত থাকতে না পারলেও আমাদের হৃদয় সেখানে ছিল।’
ফিচার কম্পিটিশন বিভাগে ‘শনিবার বিকেল’ ছাড়াও লড়াই করেছে বিভিন্ন দেশের মোট নয়টি সিনেমা। ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি ভেসোলের ম্যাজেস্টিক থিয়েটারে দেখানো হয়েছে ‘শনিবার বিকেল’ সিনেমাটি। ২৬ তম ভেসোল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে ১১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাংলাদেশে ‘শনিবার বিকেল’-এর মুক্তি নিয়ে সন্দিহান নির্মাতা ফারুকী নিজেও। বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং।
গেল বছর ছবিটি নিয়ে বিভিন্ন দেশের সংবাদপত্রে রিভিউ ছাপা হয়। এরমধ্যে হলিউড রিপোর্টারে ছাপা হওয়া একটি রিভিউতে ভূয়সী প্রশংসা করা হয় ছবিটির।
আমেরিকার অভিনেত্রী, নির্মাতা, লেখিকা এবং সমালোচক দেবোরাহ ইয়ংয়ের লেখা থেকে জানা যায়: ‘‘ক্রমাগত প্রাণনাশের হুমকি এবং একটু পর পর হত্যাকাণ্ডের কারণে পুরো ছবিটিই টান টান উত্তেজনায় ভরপুর। প্রায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে যাওয়া, বেঁচে থাকা জিম্মিদের তাদের প্রিয়জনদের উদ্দেশ্যে ছোড়া অশ্লীল ভাষার প্রতিবাদ, ধর্ম এবং জাতি নিয়ে তিরস্কার সবকিছুই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। সংলাপ আদান প্রদানের মাধ্যমে ছবির কাহিনী একটি নির্দিষ্ট গতি ও ছন্দে এগিয়ে চলে।
ফারুকীর নির্মাণে সবকিছু মধ্যে গল্পটাই সবসময় কেন্দ্রবিন্দুতে থাকে। বেশিরভাগ ছবি যেগুলোতে পুরো ছবির ওয়ান-শট সিঙ্গেল টেক নেয়া হয়, ছবির গল্পের মাঝে ডুবে গিয়ে সেই ছবিগুলোর নির্মাণ কৌশলের কথা ভুলে যান দর্শক। তবে ছবির কারিগরি টিম, সিনেমাটোগ্রাফির আজিজ ঝামবাকিয়েভ অথবা ভালেরি পেতরবের স্টেডিক্যামের কাজের অবদান স্বীকার না করলেই নয়।’’
২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়েই এ ছবির প্লট। ‘শনিবারের বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা, ইরেশ যাকের এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি। সূত্র : চ্যানেল আই
ফ্রান্সের ফিল্ম ফেস্টিভালে দুটি পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও টিভি পর্দার পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী
বিনোদন
0 Views