ফেনী, ২৫ অক্টোবর (এইউজেডনিউজ)- ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে নাইজেরিয়ার তিন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তারা ফুলগাজীর হাড়িপুস্করনী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছেন বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান। আটক ব্যক্তিরা হলো- সানডে ইবোনাদি এডউইন (২৮), কিংসলে চিনেদু এনওয়াওকোরি এবং লোটান্না স্যামুয়েল আনাইকিউ (৩৪)। ফেনী-৪ বিজিবি আওতাধীন ফুলগাজী এলাকার খাজুরিয়া বিওপির টহল দল তাদের আটক করে। নাহিদুজ্জামান আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় ভিসা/বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে তাদের কাছে ১৩ হাজার ভারতীয় রুপি, ১০০ ডলার, একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে।
ফেনী সীমান্তে ৩ নাইজেরীয় আটক
সারাদেশ
0 Views