স্পোর্টস ডেস্ক : ফুটবল ক্লাব বার্সেলোনার সাথে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চুক্তি এই মুহূর্তে ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। পুরো ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্তরা একটি সংবাদ শোনার জন্য অধীর আগ্রহে গত ২টি সপ্তাহ ধরে অপেক্ষায় রয়েছে। কবে মেসির কাছ থেকে একটি ঘোষণা আসবে যে, তিনি আর বার্সা ছাড়ছেন না। ন্যু ক্যাম্পেই থাকছেন এবং এ লক্ষ্যে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন।
অবশেষে বহুল প্রতিক্ষিত সেই চুক্তিটি সম্পন্ন হতে যাচ্ছে বলে এমন সুখবরই জানিয়েছে ইএসপিএন, মার্কা এবং গোল.কম। তারা জানিয়েছে, মেসি বার্সার সঙ্গে নতুন চুক্তিতে রাজি হয়েছেন। তাই বার্সেলোনাতেই থাকছেন লিও। ৫০ শতাংশ বেতন কমানোর শর্তের পরও ৫ বছরের চুক্তিতে রাজী হয়েছেন এলএমটেন।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্টের বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, লা লিগার দলটির সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তিতে সই করতে যাচ্ছেন মেসি। এজন্য ৫০ শতাংশ বেতন কমিয়ে নিতেও সম্মতি দিয়েছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।
স্পেনের জনপ্রিয় মাদ্রিদভিত্তিক পত্রিকা মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই। সেটা হতে পারে শুক্রবারের মধ্যেই।
গত ৩০ জুন বার্সেলোনায় মেসির চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর চুক্তি নবায়ন না করায় এখন পর্যন্ত তিনি ফ্রি এজেন্ট। চাইলে তিনি যেকোন ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারেন। কিন্তু প্রিয় বার্সোলোনাতেই ২০২৬ পর্যন্ত থাকছেন এলএমটেন। ছোটখাটো কিছু আনুষ্ঠানিকতার পর আগামী সপ্তাহে হতে যাচ্ছে এ চুক্তি। পিএসজির মতো ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন মেসি।
গত বছর থেকেই তার চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। দ্বিতীয় মেয়াদে ক্লাবটির সভাপতির দায়িত্ব নেওয়া হুয়ান লাপোর্তা শুরু থেকে বলে আসছেন, মেসিকে ক্লাবে ধরে রাখার ব্যাপারে তারা আশাবাদী।