স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন দুই বছর আগে। খেলা চালিয়ে যাচ্ছিলেন ক্লাবের হয়ে। এবার সব কিছুর ইতি টেনে দিলেন মারিও মানজুকিচ। পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বায়ার্ন মিউনিখ ও ইউভেন্তুসের সাবেক এই ফরোয়ার্ড।
ইনস্টাগ্রামে শুক্রবার সব ধরনের পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৫ বছর বয়সী এই ক্রোয়াট।
জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ৩৩ গোল করা মানজুকিচ ক্লাব ফুটবলে সবচেয়ে লম্বা সময় কাটান ইউভেন্তুসে। ২০১৫ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে তুরিনের দলটিতে যোগ দিয়ে সেখানে খেলেন পাঁচ বছর। এরপর ছয় মাস কাতারের ক্লাব আল দুহাইলে খেলে চলতি বছরের জানুয়ারিতে যোগ দেন সেরি আর আরেক দল এসি মিলানে।
ইতালিতে সব মিলিয়ে চারটি লিগ, তিনটি ইতালিয়ান কাপ ও দুটি ইতালিয়ান সুপার কাপ জেতেন মানজুকিচ। তবে মিলানে সময়টা ভালো কাটেনি তার। শেষ পর্যন্ত তাই বিদায় বলে দিলেন পেশাদারী ফুটবলকেই।
২০১২ থেকে দুই বছরের বায়ার্ন মিউনিখ অধ্যায়ে জেতেন দুটি বুন্ডেসলিগা, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি ক্লাব বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ওই বিশ্বকাপের পরের মাসেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মানজুকিচ।
সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ৫০৮ ম্যাচে ১৯৭ গোল আছে তার নামের পাশে। দুইবার হয়েছেন ক্রোয়েশিয়ার বর্ষসেরা ফুটবলার।