উইন্ডোজে জিপ ও আনজিপ করার নিয়ম
যে ফাইলগুলোকে জিপ করতে হবে, সেগুলো প্রথমে ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে নির্বাচন করতে হবে। চাইলে শিফট চেপে একসঙ্গে একাধিক ফাইল নির্বাচন করা যাবে। এবার নির্বাচন করা ফাইলগুলোর ওপর মাউসের কারসর রেখে ডান পাশে ক্লিক করে কম্প্রেস টু জিপ ফাইল অপশন নির্বাচন করলেই ফাইল জিপ হয়ে যাবে। আনজিপ করার জন্য ফাইল এক্সপ্লোরার থেকে কম্প্রেস ফাইলগুলোতে একসঙ্গে দুবার ক্লিক করতে হবে। এ ছাড়া কম্প্রেস ফোল্ডারে এক্সট্রাক্ট অল বাটনে ক্লিক করেও ফাইল আনজিপ করা যাবে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের চলা ফোনে ফাইল জিপ ও আনজিপ করতে জেড আর্কাইভার বা উইনজিপ অ্যাপ ব্যবহার করতে হবে। একসঙ্গে একাধিক ফাইল জিপ করার জন্য মাই ফাইলস অপশনে প্রবেশ করতে হবে। এরপর যে ফাইলগুলোকে জিপ করতে হবে সেগুলো নির্বাচন করে ডান পাশের নিচের অংশে থাকা তিনটি ডট অপশন ট্যাপ করতে হবে। এরপর কম্প্রেস অপশনে ক্লিক করে ফাইলের নাম দিলেই ফাইলটি কম্প্রেস হয়ে যাবে।
ফাইল আনজিপ করার জন্য যে ফাইলটি আনজিপ করতে হবে, সেটি নির্বাচন করে এক্সট্র্যাক্ট বাটনে ক্লিক করলেই একটি পপআপ মেন্যু দেখা যাবে। এখানে আনজিপ করা ফাইলের নাম বা তালিকা দেখা যাবে। এরপর কাঙ্ক্ষিত অপশন নির্বাচন করে ডান বা ওকে বাটনে ক্লিক করতে হবে।