বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশনের (বিআরআইসি) চেয়ারম্যান নূরুল আমিন বলেছেন, আমাদের ছেলে মেয়েদের বিজ্ঞান মনস্ক হতে হবে। নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। আমাদের মুক্ত মনের বিকাশ ঘটাতে হবে।এতে করে সংস্কৃতির বিকাশ ঘটলেই মনের বিকাশ ঘটবে। আর মনের বিকাশ ঘটলেই অপরাধ ও অভিযোগ হ্রাস পাবে।
শনিবার (৯ মার্চ) বিকেলে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার আয়োজনে বিজ্ঞান উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিআরআইসি চেয়ারম্যান বলেন, আমাদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পরিশ্রম করতে হবে। তবেই আমরা উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইকরাম ছিদ্দিকী, উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌলি মন্ডল, নবীন কচি-কাঁচার মেলার যুগ্ম পরিচালক নুরুন্নবী নোমান ও পরিচালক ফরিদ আহমেদ রিপন।
এবারের ‘গণিত ও বিজ্ঞান’ উৎসবে অংশ নেয় ফরিদগঞ্জের বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ৪৫০ শিক্ষার্থী।