কামরুজ্জামান(ফরিদগঞ্জ) : ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিবের বিরুদ্ধে ফেসবুকে ধর্ষণের অপপ্রচারের অভিযোগে ২ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদগঞ্জ থানার ওসি এবং চাঁদপুর ডিবি পুলিশের ওসির যৌথ নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই জনের মধ্যে শাহাপরান আলম রাব্বি (২৫) উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মামুন হোসেন রুবেল (২০) কালির বাজার কলেজ ছাত্রলীগের সভাপতি।
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস রিলিজের মাধ্যমে জানাননো হয়েছে, গত ২৯ এপ্রিল বুধবার একটি ফেইসবুক আইডি হতে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিবকে নিয়ে একটি আপত্তিকর ও মানহানিকর পোস্ট আপলোড করা হয়। যা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার শেয়ার হয়। এ ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তের এক পর্যায়ে ৩০ এপ্রিল বৃহঃস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়ন থেকে মামুন হোসেন রুবেলকে আটক করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোবইল, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ডিভাইস জব্দ করা হয়। জব্দকৃত ডিভাইস পর্যালোচনা করে এবং রুবেলের দেওয়া তথ্য অনুসারে বৃহঃস্পতিবার রাতে একই ইউনিয়নের শাহপরান আলম রাব্বিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ১৬৪ থারায় জবানবন্দিতে গ্রেফতারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় শুক্রবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ। যার জি আর নং-১২৬, ধারা-২৯/৩১/৩৫। ফরিদগঞ্জ থানার এফ আই আর নং- ১/১২৬।