বিনোদন ডেস্ক, আজনিউজ২৪: করোনার আক্রান্ত অভিনেতা অপূর্বর জন্য ‘এ পজিটিভ’ প্লাজমার প্রয়োজন ছিল। খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার যোগাড় হয় প্লাজমা। রাতেই জনপ্রিয় এ অভিনেতার শরীরে প্লাজমা দেয়া হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এভাবেই অপূর্বর সর্বশেষ শারীরিক অবস্থা জানাচ্ছিলেন নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
শুক্রবার দুপুর চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, প্লাজমা প্রদানের দুদিন পর রেজাল্ট পাওয়া যায়। চিকিৎসকরা তাই জানিয়েছেন। অপূর্ব ভাইয়ের শারীরিক অবস্থার উন্নতি হয়নি, অবনতিও হয়নি। এরমধ্যে বিভিন্ন টেস্ট করা হয়েছে, আগের মতো স্থিতিশীল।
শুরুতে অপূর্বকে আইসিইউতে ভর্তি করা হলেও শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালের কেবিনে রেখে চলছে তার চিকিৎসা।
চারদিন আগে কাঁপুনিসহ জ্বর ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে অপূর্বর করোনা পরীক্ষা করেন। ফল হাতে পেলে জানা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করিয়ে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে কেবিনে নিয়ে আসা হয়।
সূত্র: চ্যানেল আই