ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে। বিশাল জয়ে এগিয়ে গেল প্রোটিয়ারা। বুলাওয়েতে ৫৩৭ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ২০৮ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ফলে প্রথম টেস্টে ৩২৮ রানের জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা। অভিষেকে ১৬০ বলে ১৫৩ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার ১৯ বছর বয়সী ব্যাটিং সেনসেশন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।
ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে এক কীর্তি গড়লেন কর্বিন বশ। ৩০ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার আট নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে করেন অপরাজিত সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ৪১ বলে ৩৬। বল হাতে প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও, দ্বিতীয় ইনিংসে তার শিকার ৪৩ রানে ৫ উইকেট। এতে ২০০২ সালের অক্টোবরে পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে জ্যাক ক্যালিসের পর, এই প্রথম দক্ষিণ আফ্রিকার কেউ একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেটের কীর্তি গড়লেন, সব মিলিয়ে এই তালিকায় দেশটির চতুর্থ ক্রিকেটার বশ।
এই তালিকার প্রথম দুই ক্রিকেটারই দক্ষিণ আফ্রিকার। ১৮৯৯ সালে কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে জিমি সিনক্লেয়ার ও ১৯১০ সালে জোহানেসবার্গে ইংল্যান্ডের বিপক্ষেই অব্রে ফকনার গড়েন এই কীর্তি। ক্যালিস এই স্বাদ পান দুই দফায়। বশের আগে সবশেষ বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ এই স্বাদ পান গত এপ্রিলে, চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষেই।