স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনায় বন্ধ সারা বিশ্বের সবধরনের প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ। তার আঁচ লেগেছে বাংলাদেশেও। মার্চের পর আর মাঠে গড়ায়নি পেশাদার ফুটবল। ছুটিতে নিজ নিজ বাসায় শীত নিদ্রায় ফুটবলাররা। তবে ক্লাবগুলোতে অনেকটা বন্দী জীবন পার করছেন বিদেশি ফুটবলাররা। এমন অবস্থায় কবে নাগাদ বিপিএল মাঠে গড়াবে। আদৌ মাঠে গড়াবে কিনা এই নিয়ে ১৩টি ক্লাব গুলোর সঙ্গে অনলাইনে বৈঠকে বসেছিল অভিভাবক সংস্থা বাফুফে।
বৈঠকে ক্লাবগুলো জানায় প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোটা অনেকটাই অনিশ্চিত। আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত ক্লাব গুলোর মাঠে খেলা চালানো, বিদেশি ফুটবলারদের বেতন ও দেশি ফুটবলারদের চুক্তির টাকা দেয়াটা এখন অনেকটাই শঙ্কার মুখে। তাই সব মতামত শুনে শিগগিরই লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানালেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।
চলতি বছরের প্রিমিয়ার ফুটবল লিগ নিয়ে বাফুফের সঙ্গে অনলাইনে বৈঠকে বসেছিল ক্লাবগুলো। সেখানে এ বছর লিগ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বেশির ভাগ ক্লাব। বাফুফে জানায়, শিগগিরই জানানো হবে প্রিমিয়ার লিগ হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।
প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে মে মাসের শেষের দিকে কোভিড-১৯ সহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৯-২০২০ মাঠে গড়ানো নিয়ে বাফুফে কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত নেয়া হবে। দেশের প্রধান লিগ বন্ধ হয়ে গেলে সারা বছর ফুটবলাররা করবেন কি, এটাই এখন বড় প্রশ্ন।