আইন ও আদালত ডেস্ক, এইউজেডনিউজ২৪: প্রায় ৫ মাস ভার্চুয়াল আদালত চলার পর আজ থেকে বিচারকাজ শুরু হয়েছে নিম্ন আদালতে। বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপস্থিতিতে চলছে শুনানি।
তবে স্বাস্থ্যবিধি মানছে না কেউ। বুধবার (৫ আগস্ট) দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলো ঘুরে এমন চিত্র দেখা যায়।
আদালতে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক করা হলেও পাওয়া যায়নি কোনো গেটে। সে সাথে কারও শরীরে তাপমাত্রা ১শ ডিগ্রির বেশি হলে আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও দেখা যায়নি কোনো প্রতিফলন। ছিলো না জ্বর মাপার যন্ত্রও। এ নিয়ে অনেক বিচারককেই অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর