ইন্টারন্যাশনাল ডেস্ক, গোপালগঞ্জ এইউজেডনিউজ২৪: প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। দেশটির হুবেই প্রদেশে মৃত্যু হয়েছে আরও ১১৬ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৮৩ জনে। নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪,৮২৩ জন। প্রদেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১,৯৮৬ জনে। চীনে আক্রান্তের সংখ্যা প্রায় ৬৫ হাজার। চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে গেলেও বিশ্বজুড়ে এর প্রাদুর্ভাব অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।
জাপানের ইয়োকোহামা বন্দরের কাছে নোঙ্গর করা ডায়মন্ড প্রিন্সেস নামক প্রমোদতরীতে বৃহস্পতিবার নতুন করে ৪৪ জন আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। ভিয়েতনামের একটি গ্রামে ছয় জন শনাক্ত হওয়ার পর ১০ হাজার মানুষকে আলাদা করে রাখা হয়েছে।
বৃহস্পতিবার জাপানে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পর করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়।