কাওছার খান, সৌদি আরব প্রতিনিধি, এইউজেডনিউজ২৪: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দভাবে পড়া সৌদি আরবে ২৮ মে থেকে কারফিউ শিথিল হচ্ছে। ৩০ মে পর্যন্ত সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যক্তিগত গাড়ি নিয়ে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করতে পারবেন সেখানকার বাসিন্দারা। মঙ্গলবার (২৬ মে) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর নিশ্চিত করেছে।
রাজকীয় ডিক্রিতে আরো জানানো হয়, ৩১ মে থেকে খুলে দেয়া হবে মক্কা ছাড়া অন্য শহরগুলোর মসজিদ। একইদিনে চালু হবে সব অফিস, ব্যবসা প্রতিষ্ঠান। অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলও শুরু হবে ৩১ মে। আর ২১ জুন থেকে পুরোপুরি বাতিল হচ্ছে কারফিউ। তবে সবাইকে নিজ নিজ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দভাবে পড়া সৌদি আরবে ২৮ মে থেকে কারফিউ শিথিল হচ্ছে
আন্তর্জাতিক
0 Views