ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: প্রাণঘাতি করোনাভাইরাস রোগ সম্পর্কে সর্বপ্রথম সতর্কবার্তা দেয়ার কারণে চীন সরকারের সাথে সমস্যায় পড়া দেশটির সেই চিকিৎসক অসুস্থ হয়ে মারা গেছেন। উহান সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘৩৪ বছর বয়সী চক্ষু বিশেষজ্ঞ ডা. লি ওয়েনলিয়াং নতুন করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের সময় দুর্ভাগ্যক্রমে ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন এই চিকি’সক।’ তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরের শেষ দিকে অসুস্থতা নিয়ে ‘গুজব ছড়ানোর’ অভিযোগে পুলিশের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন লি। উহান থেকে ছড়িয়ে পড়া সেই ভাইরাসে এখন বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০০ মানুষ এবং এতে আক্রান্ত হয়ে ৫৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ডা. লি ওয়েনলিয়াং এর মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।