স্পোর্টস ডেস্ক: প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। আবুধাবীতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এদিন ওপেনাররা ব্যর্থ। নাঈম শেখ ১১ আর লিটন ১৬ রান করে ফেরেন। মুশফিক, আফিফও জ্বলে ওঠতে পারেননি। সর্বোচ্চ ৩৪ রান করেন সৌম্য সরকার। ৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে ৭৫ রানে ৬ উইকেট হারায় লঙ্কানরা। তবে আভিষ্কা ফার্নান্দোর হাফ সেঞ্চুরিতে ১ ওভার আগেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। আভিষ্কা করেন অপরাজিত ৬২ রান। সৌম্য সরকার নেন ২ উইকেট। এ ম্যাচে খেলেননি মাহমুদউল্লাহ, সাকিব ও মোস্তাফিজ।
বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে।