বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, আজনিউজ২৪: প্রযুক্তি ব্যবহার করে গভীর সমুদ্রে নিখোঁজ থাকা চারজন জেলের প্রাণ বাঁচিয়েছেন এক তরুণ। ড্রোনের সাহায্যে সমুদ্রে ডুবতে থাকা ওই জেলেদের বাঁচিয়ে হিরো বনে গেছেন ভারতের কেরালার ওই তরুণ। তিনি প্রকৌশল বিদ্যার ছাত্র।
জানা গেছে, কেরালা রাজ্যের ত্রিশূরে নাট্টিক সমুদ্র উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যান জেলেরা। এরপর ডুবে যায় জেলেদের একটি নৌকা।
বহু খোঁজাখুঁজির পরেও জেলেদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিষয়টি জানতে পেরে সহায়তা করতে চান তরুণ দেবাং সুবিল। বেঙ্গালুরু ক্রাইস্ট ইউনিভার্সিটির প্রকৌশল বিদ্যায় পড়েন তিনি। তবে তার সাহায্য নিতে অস্বীকার করে কর্তৃপক্ষ।
এদিকে সময় গড়িয়ে গেলেও নিখোঁজ জেলেদের কোনোভাবেই খোঁজ মিলছিল না। শেষে স্থানীয় বিধায়কের কথায় ওই তরুণের সাহায্য নেয় প্রশাসনের কর্মকর্তারা। ড্রোন নিয়ে উদ্ধারকারীদের দলে যোগ দেন সুবিল।
সুবিল বলেন, উদ্ধারকারীদের নৌকা উপকূল থেকে ১১ নটিক্যাল মাইল দূরে পৌঁছানোর পর তিনি ড্রোনটি উড্ডয়ন করেন। প্রথম ২০ মিনিট বাতাসের কারণে সমস্যা হলেও পরে তা ঠিক হয়ে যায়।
তিনি আরো বলেন, এরপর ডুবন্ত এক জেলেকে দেখা যায় ক্যামেরায়। তাকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী। পরে অন্যদের আশপাশ থেকেই উদ্ধার করা হয়।
প্রথমে বিশ্বাস না করলেও পরে ওই তরুণের কাজের প্রশংসায় পঞ্চমুখ প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু কের স্থানীয়রা।
সূত্র: কালের কণ্ঠ