নারায়ণগঞ্জ প্রতিনিধি, আজনিউজ২৪: কোভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার মাস্ক পরার নিদের্শনা দিলেও এখনো এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আসেনি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এম ভি ইকরাম জাহাজ পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়া অধিকাংশ সিনিয়র ও গুণীব্যক্তিরাই মাস্ক ব্যবহার করেননি। তাই বাধ্য হয়েই কোথাও কোথাও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে তাদেরকে জরিমানা করা হচ্ছে। সাধারণ মানুষ স্বাস্থ্য বিষয়ে তেমন সচেতন না হলেও মন্ত্রী, এমপি, সচিবরা অবশ্যই সচেতন হতে বলেও জানান আ ক ম মোজাম্মেল। মন্ত্রী বলেন, তারা যদি লোকসমাগমে মাস্ক ব্যবহার না করে তাহলে সাধারণ মানুষ বিষয়টিতে গুরুত্ব দিবে না বলে মত অনেকের। এদিকে, যেখানে এমপি, মন্ত্রী বা দায়িত্বশীল কর্মকর্তারা দাঁড়িয়ে ছিলেন তাদের পাশেই একটি ফেস্টুনে লেখা “মাস্ক ব্যবহার করুণ- সামাজিক দূরত্ব বজায় রাখুন”।
অনুষ্ঠানে এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও নৌপরিবহণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার মাস্ক পরার নিদের্শনা দিলেও এখনো এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আসেনি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
ঢাকা
0 Views