হেল্থ ডেস্ক, আজনিউজ২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত অনুগ্রহে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার লক্ষ্যে রাজধানীর ইমপালস্ হাসপাতাল প্রাইভেট লিমিটেড সম্মত হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদফতর।
হাসপাতালটি প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য ভাড়া করা হয়েছে। শুধুমাত্র করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা প্রদানের জন্য ৪৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি এখন থেকে ব্যবহৃত হবে।
আজনিউজ২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদরদফতরের এআইজি সোহেল রানা।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের এর প্রচেষ্টায় স্বল্পতম সময়ে এই হাসপাতালটি আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ভাড়া ও আয়োজন করার প্রক্রিয়া সম্ভব হয়েছে।
গত ৫ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ইমপালস হাসপাতালের মধ্যে এ সংক্রান্তে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। খুব তাড়াতাড়ি ইমপালস হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা প্রদান করা শুরু হবে।
করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক সুচিকিৎসার জন্য ড. বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশ বহুমাত্রিক পদক্ষেপ হাতে নিয়েছেন এবং ইউনিট প্রধানদের সময়ে সময়ে নির্দেশনা প্রদান অব্যাহত রেখেছেন বলে জানিয়েছে পুলিশ সদরদফতর।
বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়, করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় সর্বোচ্চ প্রাধিকারের নিমিত্তে ইমপালস হাসপাতাল সংযোজন সেই প্রক্রিয়ার ধারাবাহিক কার্যক্রম।