ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
স্থানীয় সময় মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেলে গ্লাসগোর স্কটিস এক্সিবিশন সেন্টারে কপ টুয়েন্টিসিক্স ভেন্যুর ইউকে মিটিং হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্যের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে বাণিজ্য বিস্তার ও বিনিয়োগ নিয়েও কথা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিন্স চার্লসের সঙ্গে দেখা করেন।