ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারানোর লক্ষ্যে টস জিতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটি দুই ওপেনার জাকির ও জয় সাবধানী শুরু করেন। কিন্তু ব্যাটারদের ভুলে প্রথম সেশনে দুই উইকেট হারাতে হয় তাদের। বিদায় নেন জাকির হোসেন ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৪ রান। জয় ৬২ ও মুমিনুল ১৩ রানে অপরাজিত আছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়। গাজী টিভি ও টি স্পোর্টস সরাসরি ম্যাচটি দেখাচ্ছে।
বাংলাদেশ তাদের স্কোয়াড সাজিয়েছে তিন স্পিনার ও এক পেসার দিয়ে। দলে তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম। এক পেসার শরিফুল ইসলাম। এ ম্যাচে ১০২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে শাহাদাত হোসেন দিপু। ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় শাহাদাতের। ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিলেন মিডল অর্ডার এই ব্যাটার। ২২টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরিতে ১৩৮৩ রান করেছেন।
ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। কিন্তু দলীয় ৩৯ রানে ম্যাচের ১৩তম ওভারে কিউই স্পিনার এজাজ প্যাটেলের ঘূর্ণিতে বোল্ড হন জাকির। সাজঘরে ফেরার আগে ৪১ বলে ১২ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে জয়ের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক শান্ত। নেমেই এজাজ প্যাটেলের বলে ছক্কা মেরে রানের খাতা খোলেন শান্ত। কিন্তু গ্লেন ফিলিপসের করা ফুলটস ডেলিভারীতে মারতে গিয়ে কেন উইলিয়ামসনের তালুবন্দী হন বাংলাদেশ অধিনায়ক। ফেরার আগে ২ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৩৭ রান করেন।
বাংলাদেশ স্কোয়াড
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড স্কোয়াড
টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারেল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইস সোধি, টিম সাউদি ও এজাজ প্যাটেল।