মাঝে বাকি এক দিন। পরশু থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে দুটি করে প্রস্তুতি ম্যাচের পর্ব শেষ করে দলগুলো যেতে শুরু করেছে মূল ম্যাচের ভেন্যুতে।
এরই ধারাবাহিকতায় আজ গুয়াহাটি থেকে ধর্মশালায় এসেছে বাংলাদেশ দল। আগামী ৭ অক্টোবর হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। দুই দলেরই বিশ্বকাপে এটা প্রথম ম্যাচ।রবিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষ করে আজ ধর্মশালায় এসেছে বাংলাদেশ।
হোটেলে ওঠার আগে হিমাচলের ঐতিহ্যগত অভ্যর্থনা পেয়েছে বাংলাদেশ দল।