স্পোর্টস ডেস্ক: প্রথমবার জিম্বাবুয়ের মাটিতে হোয়াইটওয়াশের আনন্দে মাততে এই জয়টা চায় টাইগাররা। তাহলে দেশের মত প্রবাসেও বুধবার স্বস্তিতে ঈদ করতে পারবে পুরো দল। পরিবার-পরিজনহীন ঈদ বলে দুঃখের সাগরে ভেসে যাবার সুযোগ নেই। দলের সবার হয়ে সিরিয়াসনেস বুঝিয়ে দিলেন সাইফউদ্দিন।
ম্যাচটা মাহমুদউল্লাহর জন্যও স্মরণীয়। ১৪ বছরের ক্যারিয়ারে দুইশতম ওয়ানডের মাইলফলক পূরণের অপেক্ষায় টি টোয়েন্টি অধিনায়ক। মুশফিক, মাশরাফী, সাকিব, তামিমের পর পঞ্চম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে চলেছেন ক্রাইসিস ম্যান।
জিম্বাবুয়ের মাটিতে যা হবে প্রথম। যথারীতি হারারে স্পোর্টস ক্লাব মাঠে দুপুর দেড়টায় শুরু হবে খেলা। ঈদের আগের দিন এই ম্যাচ জিতে ঈদের আনন্দে পূর্ণতা দিতে চায় পরবাসে বন্দি ক্রিকেটাররা। সঙ্গে ম্যাচটা মাহমুদউল্লাহর দুইশ ওয়ানডের ল্যান্ডমার্ক পূরণের।
টানা আঠারো জয়ে স্পষ্ট জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের দূরত্ব আর পার্থক্য। তারপরও ঈদের আগে ঈদ আনন্দ হয়ে আসতে পারে শেষ ওয়ানডের জয়টা।
দলের টপ অর্ডার ব্যাটিংয়ে ক্রাইসিস কাটছে না কোনোমতে। প্রথম ওয়ানডেতে ৫৭ রানে আর দ্বিতীয়টিতে ৫০ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। মিডিল অর্ডারেও মিথুন, মোসাদ্দেক ফ্লপ। এ বছর ৬ ওয়ানডে খেলে মাত্র ১০৯ রান মিথুনের। মোসাদ্দেকের ব্যাট যেন কথাই শুনছে না। ৪ ওয়ানডেতে ৭১ রান।
তিন ফরম্যাটে সুযোগ পাওয়া নূরুল হাসান সোহান কি টেস্টের মত ওয়ানডেতেও ব্রাত্য হয়ে থাকবেন? ইনজুরি নিয়ে শেষ ম্যাচটাও খেলে বিরতিতে যাবেন তামিম ইকবাল। আর ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান। সেক্ষেত্রে তাসকিন না শরিফুল কাকে একাদশের বাইরে ঠেলে দেবে টিম ম্যানেজমেন্ট?
বায়োবাবলে বন্দী ক্রিকেটারদের ঈদ নিয়ে আলাদা কোনো পরিকল্পনার সুযোগ নেই। হোটেলেই নিজেদের মধ্যে ঈদ জামাত।