স্পোর্টস ডেস্ক,এইউজেডনিউজ২৪: প্রথমবারের মতো কোনো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলার স্বাদ পেলো বাংলাদেশ অনূর্ধ-১৯। রোববার ভারতের বিপক্ষে টাইগাররা পুরো প্রস্তুত বিশ্বকাপ শিরোপা জন্য। নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বসেরার ট্রফিটা হাতে তুলতে হলে একটাই করণীয় আকবর-জয়দের, হারাতে হবে টুর্নামেন্টের সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন ভারতকে। পচেফস্ট্রুমে ট্রফি ফয়সালার মহারণ শুরু হবে রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায়।
একে তো নিজেদের প্রথম বিশ্বকাপ ফাইনাল, সেখানে প্রতিপক্ষ আবার ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে দেশটি, সবচেয়ে বেশি সাতবার ফাইনালে ওঠার রেকর্ডও তাদের। শিরোপার বর্তমান দখলদার দলটি সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বিন্দুমাত্র দাঁড়াতে দেয়নি, ১৭৯ রানের জবাবে ম্যাচ জিতে নিয়েছে কোনো উইকেট খরচ না করেই।
ভারতের এই যুব দলটা কতটা ভয়ংকর সেটা পাঁচ মাস আগেই টের পেয়েছে বাংলাদেশ। গত সেপ্টেম্বরে যুবাদের এশিয়া কাপের ফাইনালে এ দলটাকে ১০৬ রানে অলআউট করেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের, ১৭ ওভার আগেই অলআউট হয়েছিল ১০১ রানে। বড়দের ক্রিকেটে তো ভারত মানেই হারের হতাশার সব ইতিহাস টাইগারদের জন্য। এশিয়া কাপ থেকে নিধাস ট্রফি, প্রতি ফাইনালে ভারতের কাছে হারের তিক্ত স্বাদ মিলেছে।
সেই ভারতের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল, শিরোপা হাতছাড়ার আশঙ্কা তো চেপে বসেই! আকবর আমলে নিতে চান না ওসব ভাবনা। অতীতের অন্য দলগুলোর থেকে এই দলটা যে আলাদা সেটা কথা দিয়েই প্রমাণ করে দিলেন টাইগার যুবা অধিনায়ক, ‘এটা শুধুই একটা ফাইনাল ম্যাচ। বিশ্বকাপ নিতেই হবে এমন চিন্তা করে যদি খেলি, তাহলে চাপ চলে আসতে পারে। পুরো আসরে আমরা যেমন চাপহীন ভাবে খেলেছি, সেভাবেই খেলার চেষ্টা করবো।’
প্রতিপক্ষের শক্তিমত্তার প্রশংসা করতে অবশ্য কার্পণ্য করছেন না আকবর, ‘ভারত দুর্দান্ত একটা দল। তাদের ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই ভালো। আসরে অপরাজিত। আমরাও অপরাজিত। আশা করছি দারুণ একটা লড়াই হতে চলেছে। তাদের নিয়ে আমরা যে পরিকল্পনা করেছি তা মাঠে কাজে লাগাতে পারলেই আশা করি ফল আমাদের পক্ষে আসবে।’
দারুণ ফর্মে আছেন যুবারা। প্রতি ম্যাচেই জ্বলে উঠেছেন টপঅর্ডারের কেউ না কেউ। বোলাররাও সময়মত উইকেট এনে দিয়েছেন অধিনায়ককে। ফাইনালে ধারাটা বজায় রাখলে শিরোপা জেতা খুব কঠিন কিছু না বলে মনে করছেন আকবর।
‘ব্যাটিং-বোলিং দুটিই ভালো হচ্ছে। টপঅর্ডাররা রানে আছে, বোলাররাও উইকেট এনে দিচ্ছে, ভালো গড়ে বল করছে। ভারতের বিপক্ষে এই ধারাটা ঠিক রাখলেই চলবে।’
অধিনায়কের মতো ফাইনালের চাপে কাবু হতে চান না দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপুও, ‘আমরা সবদিক দিয়েই প্রস্তুত আছি। ফাইনাল বলে এত চাপ নেয়ার কিছু নেই। বাকি অন্যসব ম্যাচের মতোই খেলবো। আমাদের ভালো প্রস্তুতি নেয়া আছে।’