বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪: প্রখ্যাত নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদ আবারও ঢাকার মঞ্চে নতুন নাটক‘মন্ত্রাস ৪.৪৮’ নিয়ে আসছেন ঢাকার মঞ্চে। সাম্প্রতিক সময়ে ঢাকার মঞ্চে তোলপাড় ফেলে দেয়া নাটক ‘রিজওয়ান’ ও ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’। দুটি নাটকের নির্দেশনায় ছিলেন প্রখ্যাত নাট্য তিনি। তাই এবার এমন সফল মঞ্চায়নের পর আবারও ঢাকার মঞ্চে নতুন নাটক নিয়ে আসছেন তিনি।
সারাহ কেইনের লেখা থেকে নাটকটি প্রযোজনা করছে নাট্য সংগঠন ‘স্পর্ধা’। একই নাট্য সংগঠন এর আগে শহীদুল জহিরের উপন্যাস থেকে জামিল আহমেদের নির্দেশনায় ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকটিও প্রযোজনা করেছিল।
‘মন্ত্রাস ৪.৪৮’ নাটকটি স্পর্ধার দ্বিতীয় প্রযোজনা। ইতোমধ্যে‘মন্ত্রাস নাটকের মহড়া শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামি মে মাসের শেষের দিকে নাটকটি মঞ্চে আসবে। সূত্র : চ্যানেল আই