বিমানের সমান বড় একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘২০২৫ ওএক্স’ নামের গ্রহাণুটি আগামীকাল শনিবার ২৮ লাখ ১০ হাজার মাইল দূর থেকে পৃথিবীকে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত, ১৫০ মিটারের চেয়ে বড় এবং পৃথিবীর কাছাকাছি অবস্থান করা গ্রহাণুকে সম্ভাব্য বিপজ্জনক বলে মনে করা হয়। ওএক্স গ্রহাণুটি নিরাপদ দূরত্বে থাকলেও নজরে রাখছেন বিজ্ঞানীরা।
নাসার তথ্যমতে, আগামীকাল পৃথিবীর কাছ দিয়ে যাওয়া ২০২৫ ওএক্স নামের গ্রহাণুটি পৃথিবীর জন্য তেমন কোনো হুমকির নয়। এ বিষয়ে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিশেষজ্ঞ ইয়ান জে ও’নিল বলেন, ‘এমন গ্রহাণুর আসা–যাওয়া খুবই নিয়মিত ঘটনা। আমরা জানি, গ্রহাণুটি কোথায় আছে। আগামী ১০০ বছর পর গ্রহাণুটি কোথায় থাকবে, সে তথ্যও আমরা জানি।’
আগামী সপ্তাহে ‘২০২৫ ওডব্লিউ’ নামের আরও একটি গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার কথা রয়েছে। ওডব্লিউ গ্রহাণুটির আকার প্রায় ২১০ ফুট। গ্রহাণুটি ২৮ জুলাই পৃথিবীর কাছাকাছি অবস্থান করবে।
নাসার সেন্টার ফর নিয়ার–আর্থ অবজেক্ট স্টাডিজের গ্রহাণু বিশেষজ্ঞ ডেভিড ফার্নোচিয়া জানিয়েছেন, ২০২৫ ওএক্স গ্রহাণুটি দুরবিন দিয়ে দেখা যাবে না। আগামী ২০২৯ সালে অ্যাপোফিস নামের একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছে অর্থাৎ ৩৮ হাজার কিলোমিটারের মধ্যে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।