সারাবাংলা ডেস্ক: পৃথক পাঁচ জেলায় বাসচাপায় কলেজছাত্রসহ নিহত হয়েছেন এ পর্যন্ত ১০ জন। নিহতদের মধ্যে দিনাজপুর ৩ জন, মাদারীপুর, মানিকগঞ্জ, কুষ্টিয়ায় ২ জন করে এবং লক্ষ্মীপুরে ১ জন। প্রতিনিধিদের পাঠানো খবর-
দিনাজপুর: সদরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার সময় উপজেলার নশিপুর এলাকার সাত মাইল বাঁকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর শহরের সুইহারী এলাকার ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কপিল বসাকের ছেলে বর্ন বসাক (২২)। ঢাকা সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের ছাত্র মুন্সিপাড়া এলাকার মৃত নুরুল আমিন সিদ্দিকীর ছেলে ইমন (২৩) এবং সৈয়দপুর বাউস্টের ছাত্র ও কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার শাওন (২৪)। আহতরা হলেন- মুন্সিপাড়া এলাকার মাহাবুবের ছেলে তামজিদ (১৯) ও বাহাদুর বাজার এলাকার ডিস লাইন ব্যবসায়ী ও পিএমএন ক্যাবল টিভি নেটওয়ার্কের সত্ত্বাধিকারী মাহামুদুন নবি পলাশের ছেলে রওনাক নবী প্রিয় (২৩)।
মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের কালীগঙ্গা সেতুর ওপর সেলফি পরিবহণের বাসচাপায় এক কলেজছাত্র ও তার বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর বন্ধু হাসিবুর রহমান (২৪)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর উত্তেজিত লোকজন তরা এলাকায় সেলফি পরিবহণের দুটি বাস ভাঙচুর করে। এ ছাড়া বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সেলফি পরিবহণের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে মঙ্গলবার রাত ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। নিহত যুবকরা হলেন— মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া (২৪) এবং তার বন্ধু মো. আশিকুর রহমান (২৫)। তাদের বাড়ি ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলে করে রাথুরা গ্রামে বাড়ি ফিরছিলেন জুয়েল, আশিকুর ও হাসিবুর। এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে তরা এলাকায় সেলফি পরিবহণের দুটি বাস ভাঙচুর করেন। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে সেখান থেকে বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সেলফি পরিবহণের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেন। রাত ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ওসি রিয়াজউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহত দুই যুবকের লাশ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাদারীপুর: রাজৈরে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার আলমদস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপচালক সাদ্দাম (২২) নওগাঁ জেলার পোরশা উপজেলার গাংগোরিয়া গ্রামের রইচ মিয়ার ছেলে। নিহত আরেকজন হলেন পিকআপ যাত্রী একই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে আম ব্যবসায়ী খায়রুল (৪৫)। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া: ভেড়ামারায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে পিয়াস ও সজিব নামে দু’জন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দুইজন। তাদের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক সড়কের হাওয়াখালির মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে সজিব ও তার দুলাভাই পিয়াস মোটরসাইকেল যোগে আল্লারদর্গায় নানা বাড়িতে যাচ্ছিলেন। এসময় ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালি মাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজনই আহত হন। স্থানীয় ব্যক্তি ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত ৮টার দিকে পিয়াস ও সজিবের মৃত্যু হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান সড়ক দুর্ঘটনায় সজিব ও পিয়াসের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর : দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে সাতজন।
বুধবার (১৩ জুলাই) ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিরা হলেন, মনির হোসেন, সুমাইয়া আকতার, সাইফুল ইসলাম,আবুল খায়ের, রয়েল। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। তাদের সবাইকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পৃথক পাঁচ জেলায় বাসচাপায় কলেজছাত্রসহ নিহত ১০, মানিকগঞ্জে গাড়িতে অগ্নিসংযোগ
আজনিউজ২৪ :
0 Views