স্টাফ রিপোর্টার: পূজায় নাশকতা রুখতে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে শারদীয় দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দেশে এবার প্রায় ৫০০ প্রতিমা তৈরি হয়েছে। সংখ্যার দিক থেকে যা গত বছরের চেয়ে বেশি। আশা করছি, সবকিছু সুন্দরভাবে শেষ হবে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, পূজায় নাশকতা রুখতে নিরাপত্তা বাহিনীসহ গোয়েন্দা বাহিনী সবসময় সজাগ রয়েছে।হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান এখানে ধর্মের কোনো বাধা নেই। সবাই সব ধর্ম পালন করবে। আইনশৃঙ্খলা বাহিনী তা নির্বিঘ্ন করবে।
তিনি বলেন, শুধু ধর্মীয় নয়, যেকোনো উৎসব নিরাপদ করার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। তাদের চোখ-কান খোলা রয়েছে। কাউকে কোনো ধরনের দুষ্কর্ম করতে দেবে না তারা।
ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কৃষিবিদ সমীর চন্দ, সনাতন সোমাজ কল্যাণ সংঘ বাবু স্বপন কুমার মজুমদার উপস্থিত ছিলেন। দূর্গাপূজার আয়োজন করে সনাতন সোমাজ কল্যাণ সংঘ। গতকাল ছিলো পঞ্চমী। আজ (১১ অক্টোবর) ষষ্ঠী ।