সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন।
ক্ষমতার অনৈতিক ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগে সহায়তা করেছেন, এমন অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ইতোমধ্যে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আক্তার হোসেন।
দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানিলন্ডারিংসহ দেশে-বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এছাড়া, বিদেশে অর্থ পাচার, ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপিদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার মেয়েসহ স্ত্রী সৈয়দা আর্জুমান্দ বানু , সাবেক এমপি শামিম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।