রাজধানী ডেস্ক: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন, ঢাকা।
রবিবার (০৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় হাইকমিশন।
হাইকমিশন জানায়, একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট হিসেবে তিনি বাংলাদেশের সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তাঁর উত্তরাধিকার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।
এর আগে গতকাল শনিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান শেষনিঃশ্বাস ত্যাগ করেন।