আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচনের আগেই ভোটের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর-১৩ এলাকায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামুলক ক্যাম্পে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। এই পদ্ধতিতে গণতন্ত্র হোঁচট খাবে না, ধারাবাহিকভাবে দেশ এগিয়ে যাবে।তিনি বলেন, পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল ও জাল ভোট বন্ধ হয়ে যাবে। তাই অবিলম্বে এই পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

