বন্যাদুর্গত মানুষের পাশে দাড়াতে আর্থিক সহায়তা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সহধর্মিনী মিসেস নন্দিতা খীসা। পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক সংগঠন সামাজিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সভাপতি প্রফেসর রনজ্যোতি চাকমার হাতে তিনি ১০ হাজার টাকা দিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাড়ান।
বৃহস্পতিবার রাঙামাটি শহরের প্রো বেটার লাইফ নামে একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের পাশে দাড়ানোর জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেন। সামাজিক কল্যাণ সংস্থার সভাপতি প্রফেসর রনজ্যোতি চাকমা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা প্রদীপ তালুকদার, দৈনিক আমাদের সময়ের রাঙামাটি প্রতিনিধি বিহারী চাকমা, রক্তদাতা সংগঠন উন্মেষের উপদেষ্টা ¯েœহাশীষ চাকমা আশীষ, উন্মেষের সভপতি প্রিন্সি চাকমা, সামাজিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বিপিন চাকমাসহ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের পাশে দাড়াতে তহবিল সংগ্রহের উদ্যোগ নেন। শুরুতে সামাজিক কল্যাণ সংস্থার সভাপতি প্রফেসর রনজ্যোতি চাকমা নিজে ব্যক্তিগতভাবে বন্যার্ত মানুষের জন্য ১০ হাজার টাকা দেন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালানো হলে তা উপদেষ্টাপতœী মিসেস নন্দিতা খীসার নজরে আসে। পরে তিনি প্রফেসর রনজ্যোতি চাকমার কাছে ১০ হাজার টাকা পাঠান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সহধর্মিনী মিসেস নন্দিতা খীসা বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন তা দেখে পার্বত্যবাসীর মনে আশার সঞ্চার হয়। তার মানবিক কার্যক্রমকে বহু মানুষ স্বাগত ও অভিনন্দন জানাচ্ছেন।
উপদেষ্টাপত্নীর মানবিক কাজকে স্বাগত জানিয়ে সামাজিক কল্যাণ সংস্থার লোকজন কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বাবু সুপ্রদীপ চাকমার সহধর্মিনী মিসেস নন্দিতা খীসা ব্যক্তিগত পক্ষ থেকে ১০ হাজার টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাড়িয়ে আমাদের কাজে উৎসাহ ও প্রেরণা যুগিয়েছেন সেজন্য আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার হৃদয়ের কোমল পরশ হাজারো শিশুর মুখে হাঁসি ফোটাবে। অসহায় ও বিপদগ্রস্থ মাুনষের মনে আশা ও বিশ্বাস জাগাবে যে, আপনারা সত্যিই পার্বত্য চট্টগ্রাম তথা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য মানুষ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা’র সহধর্মিনী নন্দীতা খীসা’র মানবিক সহায়তা
বিহারী চাকমা, রাঙামাটি
ফিচার্ড
5,427 Views