ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন নাকচ করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। আপিল আবেদনের আগে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রাষ্ট্রদ্রোহ মামলায় বিশেষ আদালতের দেয়া রায়কে চ্যালেঞ্জ করে গেল বৃহস্পতিবার আপিল আবেদন করেন মোশাররফের আইনজীবী।
শুক্রবার সেই আবেদন বাতিল করে দেন আদালত। গেল ১৭ ডিসেম্বর লাহরের একটি বিশেষ আদালত পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ডের সাজা দেন।
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের কোনও সামরিক শাসককে রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা করে মৃত্যুদণ্ডের সাজা দেয়া হয়। সূত্র : সময় টিভি