এটি চালু করলেই আইফোনের পর্দা ভিজে গেলেও সঠিকভাবে স্পর্শ শনাক্ত করতে পারবে। এ কারণে সাচ্ছন্দ্যে বার্তা লেখা যাবে।
আইফোন ১৩ এবং ১২ মডেলে IP68 রেটেড হওয়ায় এগুলো পানি প্রতিরোধি। কিন্তু আইফোন ৮ এবং ৭ মডেলে রয়েছে IP67 অনুমদিত বডি।
২০২১ সালের মার্চ থেকে যেন নতুন সংস্করের আইফোনে বৃষ্টির ফোটা পড়লে স্ক্রিনে কোনো ধরনের সমস্যা না হয় সে জন্য কাজ করে যাচ্ছে অ্যাপল।
সূত্র: এনডিটিভি।