আবহাওয়ার পরিবর্তন ডেস্ক: ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল ১০টা দিকে কুয়াশা কেটে গেলে এ দুই নৌ-রুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে আট শতাধিক যানবাহন। এতে প্রচণ্ড শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েছেন ঘাটে পার হতে আসা যাত্রী ও চালকরা।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যলয়ের (ডিজিএম) মো. জিল্লুর রহমান জানান, নৌ-রুটে মাঝরাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে ফেরির মাকিং লাইটের আলো অস্পষ্ট দেখা যায়। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ নদীতে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়। আজ সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। অপেক্ষমান যানবাহনের মধ্যে ছোট গাড়ি ও যাত্রীবাহী বাস মিলে সাড়ে ৩ শতাধিক ও ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে। যানবাহনের সারি দীর্ঘ থেকে আরো দীর্ঘ হচ্ছে। নৌরুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।