রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। শেষ দিন জিততে ১৪৩ রান দরকার ছিল। হাতে আছে ৮ ১০ উইকেট। তবে সকালে দুই ওপেনার ফিরে গেছেন। টাইগারদের জিততে প্রয়োজন ৮০ রান
বাংলাদেশ ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৫ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা অধিনায়ক নাজমুল শান্ত ১৮ রান করেছেন। তার সঙ্গী মুমিনুল খেলছেন ১৪ রান নিয়ে। এর আগে জাকির হাসান ৩৯ বলে তিন চার ও দুই ছক্কায় ৪০ রান করে আউট হয়েছেন। অন্য ওপেনার সাদমান ৫১ বলে ২৪ রান করে ফিরেছেন।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংস: পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে নেমে ৪৩ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। কোন উইকেট হারায়নি সফরকারীরা। ওপেনার জাকির হাসান জাকির ২৩ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন। সাদমান করেছিলেন ৯ রান।
১৭২ রানে অলআউট পাকিস্তান: রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করে বাংলাদেশের পেসাররা। প্রথম ইনিংসের লিডের ১২ রান যোগ হওয়ায় বাংলাদেশের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রান। পেসার হাসান মাহমুদ টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেন। তরুণ পেসার নাহিদ রানা নেন ৪ উইকেট। প্রথমবার টেস্টে ১০ উইকেটই নেন বাংলাদেশের পেসাররা। ওই ইনিংসে পাকিস্তানের সাইম আইয়ূব ২০, শান মাসুদ ২৮, রিজওয়ান ৪৩ ও আঘা সালমান ৪৭ রান করেন।
ধ্বংসস্তূপ থেকে দৃঢ়তা: প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬২ রান তোলে। এর মধ্যে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে লিটন দাস ও মেহেদী মিরাজ ১৬৫ রানের জুটি গড়েন। মিরাজ খেলেন ৭৮ রানের ইনিংস। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির ইনিংসটা ১৩৮ রানে নিয়ে থামান লিটন দাস। তবু ১২ রানের লিড পায় পাকিস্তান। পাকিস্তান প্রথম ইনিংসে ২৭৪ রান তোলে। সাইম আইয়ূব, শান মাসুদ ও আঘা সালমান ফিফটি করেন। প্রথম ইনিংসে থেকে ৫ উইকেট নেন মেহেদী মিরাজ।