ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগ করে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। দাসকা উপ-নির্বাচনে কারচুপি হয়েছে, পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) একটি তদন্তে রিপোর্টে এ তথ্য উঠে আসার পর, এমন আহ্বান জানালেন শাহবাজ। দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শুক্রবার ওই প্রতিবেদন প্রকাশ করে ইসিপি। সেখানে বলা হয়, গত ফেব্রুয়ারিতে দাসকার এনএ-৭৫ আসনের উপ-নির্বাচনে নির্বাচনী কর্মকর্তা, পুলিশ এবং স্থানীয় প্রশাসন তাদের ‘প্রয়োজনীয় নির্ধারিত ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে এবং উপ-নির্বাচনের সময় নিজেদের বেআইনি প্রভুদের পুতুল হিসেবে দেখা গেছে’ তাদের।
প্রতিবেদনে আরও বলা হয়, উপ-নির্বাচনে পুলিশ কর্মকর্তা ও কর্মকর্তারা ‘অযৌক্তিক’ ভূমিকা পালন করেছেন। তারা শুধু কর্মীদের এবং ভোটের সরঞ্জামাদির সুরক্ষা দিতেই ব্যর্থ হয়নি, বরং পুলিশ এই ষড়যন্ত্রের জড়িত কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পরে পুরো উপ-নির্বাচন বাতিল করা হয়। প্রতিবেদনে বলা হয়, তাদের সামনে যা ঘটছে তা দেখেও না দেখার ভান করতে পুলিশ হয়তো কোনো শক্তির দ্বারা প্রভাবিত হয়ে ইচ্ছাকৃতভাবে এমনটা করেছে।
এমন রিপোর্ট সামনে আসার পর শাহবাজ বলেন, জনগণের কাছ থেকে তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ইসিপি’র প্রতিবেদনে সব প্রকাশ পাওয়ার পর কি জন্য অপেক্ষা করছেন, সেটা অবশ্যই বলতে হবে ইমরান খান নিয়াজিকে। এসময় তিনি ইমরানকে জবাবদিহি করতেও আহ্বান জানান।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলীয় নেতা শাহবাজ আরও বলেন, নওয়াজ শরিফ এবং আইনের মুখোমুখি হতে বড় হৃদয় লাগে। নির্বাচনী সংস্কার, ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং জাতীয় জবাবদিহি ব্যুরো (ন্যাব) অধ্যাদেশে সংশোধনী প্রবর্তনের সরকারের পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রতিহত করারও ঘোষণা দিয়েছেন শাহবাজ।