ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। সোমবার (১১ এপ্রিল) দেশটির জাতীয় পরিষদ তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে।
পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ। শাহবাজ শরিফ পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা। ৩৪২ আসনের জাতীয় পরিষদে শাহবাজ ১৭৪ ভোট পেয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ছিল ১৭২ ভোট।
এদিকে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ এই ভোট বর্জন করেছে।
যদিও গতকাল রোববার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার পিটিআই তাদের নেতা শাহ মেহমুদ কুরেশিকে মনোনয়ন দেয়। কুরেশি গতকাল মনোনয়নপত্রও দাখিলে করেছিলেন। তবে আজ ভোট শুরু হওয়ার কিছুক্ষণ আগে জাতীয় পরিষদের অধিবেশন থেকে ওয়াক আউট করে পিটিআই।
নতুন প্রধানমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় এমএনএ আয়াজ সাদিকের সভাপতিত্বে।
এর আগে সোমবার সাময়িক বিলম্বের পর পবিত্র কোরআন তেলাওয়াত এবং নাত পরিবেশনের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। এসময় অধিবেশন পরিচালনা করেন ডেপুটি স্পিকার কাসিম সুরি।
পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তানের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। ২০১৭ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রধানমন্ত্রীত্ব হারান নওয়াজ। এরপর দুই বছর কারাভোগ করে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান তিনি। এরপর থেকে সেখানেই আছেন নওয়াজ শরীফ।
বর্তমানে নওয়াজের দল পিএমএলের (এন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শাহবাজ। ৭০ বছর বয়সী শাহবাজ দীর্ঘদিন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।