লাহোর, ৩০ অক্টোবর, ২০১৯ স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪ : স্বাগতিক পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে পাকিস্তানের কাছে ২৮ রানে হারে সালমা খাতুনের দল। ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিক পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে ১৪ ও দ্বিতীয় ম্যাচে ১৫ রানে জয় পেয়েছিলো পাকিস্তান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারায় তারা। বাংলাদেশের পেসার জাহানারা আলম ব্যক্তিগত ২ রানে থামিয়ে দেন পাকিস্তানের ওপেনার আয়শা জাফরকে।
ষষ্ঠ ওভারের প্রথম বলে পাকিস্তান শিবিরে দ্বিতীয়বারের মত আঘাত হানেন ডান-হাতি পেসার পান্না ঘোষ। পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফকে ৪ রানের বেশি করতে দেননি পান্না।
এরপর তৃতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের পথ দেখান জাভেরিয়া খান ও উমাইমা সোহেল। জাভেরিয়া হাফ-সেঞ্চুরির স্বাদ পেলেও ৩১ রানে থামেন সোহেল। হাফ-সেঞ্চুরি তুলে ৪৮ বলে ৫৪ রানে আউট হন জাভেরিয়া।
দলীয় ১০১ রানে জাভেরিয়া-সোহেলের বিদায়ের পর বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের জাহানারা ৩টি ও রুমানা ২টি উইকেট নেন।
জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্যে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। ১২ রানেই ৪ উইকেট হারায় তারা। এরপর নিগার সুলতানা ও ফারজানা হকের ৫৩ রানের জুটিকে লড়াইয়ে ফিরে বাংলাদেশ। কিন্তু নিগার ৩০ ও ফারজানা ২৭ রানে ফিরলে, বাংলাদেশের হাল পরবর্তীতে আর কেউই ধরতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ৮৯ রানে গুটিয়ে গেলে তৃতীয় ও শেষ ম্যাচেও হার বরণ করে বাংলাদেশ।
আগামী ২ নভেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ১১৭/৭, ২০ ওভার (জাভেরিয়া ৫৪, সোহেল ৩১, জাহানারা ৩/১২)।
বাংলাদেশ : ৮৯/৮, ২০ ওভার (নিগার ৩০, ফারজানা ২৭, আনাম ২/১০)।
ফল : পাকিস্তান ২৮ রানে জয়ী। সূত্র : বাসস
পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী দল
খেলা
0 Views