ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: পাকিস্তানের করাচিতে স্টক এ·চেঞ্চে জঙ্গি হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে ৭ জন। সোমবার সকালে এ হামলা চালায় চারজন অস্ত্রধারী। নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে তাদের সবাই নিহত হয়। পুলিশের বরাতে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, চারজন বন্দুকধারী নিহত হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, সকাল ১০টার কিছু আগে চারজন সন্ত্রাসী গাড়ি থেকে বের হয়ে স্টক এক্সচেঞ্জ কম্পাউন্ডের ভেতরে গ্রেনেড ছোড়ে। এরপর গুলি চালাতে থাকে। এই ঘটনায় অন্তত দুইজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া এক পুলিশ সদস্যও মারা গেছেন।
সিন্ধ রেঞ্জার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী হামলার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং রেঞ্জার্স সদস্যরা হামলাকারী চারজনকে হত্যা করে। এরপর পুরো এলাকায় শুদ্ধি অভিযান চালাচ্ছে তারা। হামলাকারীদের কাছ থেকে অস্ত্র-শস্ত্র এবং হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।