ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানকে ৪২০ কোটি ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। দেশটির ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙা করতে এমন প্রতিশ্রুতি দিয়েছে রিয়াদ। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইমরান খানের অর্থনৈতিক উপদেষ্টা শওকত তারিন এক টুইট পোস্টে বলেছেন, আমাদের রিজার্ভ বাড়াতে স্টেট ব্যাংক অব পাকিস্তানে ৩০০ কোটি ডলার জমা করার ঘোষণা দিয়েছে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এর পাশাপাশি তেল সংশ্লিষ্ট ব্যবসায় ১২০ কোটি ডলার অর্থায়ন করবে সৌদি সরকার।
সম্প্রতি ব্যালেন্স-অব-পেমেন্ট সংকট কোনোভাবে এড়িয়েছে পাকিস্তান। সৌদির কাছ থেকে অর্থায়ন পাওয়া ছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকেও ৬০০ কোটি ডলার অর্থ পাওয়ার চেষ্টা করছে ইসলামাবাদ।
যদি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এই বিপুল পরিমাণ অর্থ বের করে আনতে পারে পাকিস্তান, তাহলে নিশ্চিতভাবেই দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে।
টানা পাঁচ সপ্তাহ ধরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। এমতাবস্থায় ডলারের বিপীরতে খুব দুর্বল হয়ে গেছে পাকিস্তানের মুদ্রা। গত ছয় মাসে এশিয়ার মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে পাকিস্তানের মুদ্রা।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের ঋণ বিষয়ক মহাপরিচালক মুহাম্মদ উমর জাহিদ বলেছেন, আগামী তিন-চার বছরের মধ্যে দেশটিকে ১৪০০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে।