আইন ও আদালত ডেস্ক, এইজেডনিউজ২৪: পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়িচাপা দিয়ে নিহতের ঘটনায় আরও একজন গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে একটি টয়োটা মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
তেজগাঁও পুলিশ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুবায়েত এ তথ্য নিশ্চিত করেছেন। গাড়ি চালকের নাম দারুস সালাম। তিনি ওই গাড়ির মালিক। রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে দুদিন আগে তাকে গ্রেফতার করে পুলিশ। ইতোমধ্যে আদালতের মাধ্যমে তাকে দুদিনের রিমান্ডে নেয়া হয়েছে। আজ রিমান্ডের দ্বিতীয় দিন চলছে।
এর আগে, এই মামলায় মো. নাঈম নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় ১২ সিটের একটি কালো রঙের হায়েস মাইক্রোবাসও জব্দ করে পুলিশ। সে সময় নাঈমকেও আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, রিমান্ড শেষে নাঈম ১৬৪ ধারায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। সিসিটিভি ফুটেজে নাঈমের গাড়ি ও দারুস সালামের গাড়ি পাশাপাশি দেখা গেছে। তাই তাকেও গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে দুই গাড়ি চালককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়িচাপায় নিহত হন তরুণ অভিযাত্রী রেশমা নাহার রত্না। সূত্র : সময় টিভি