ইয়েমেনের সানা অঞ্চলে এক ধনী লোক বসবাস করতেন। তিনি ছিলেন বেশ দানশীল ও আল্লাহওয়ালা। তাঁর বিশাল এক বাগান ছিল। বাগান থেকে যে ফলমূল ও শস্য উৎপন্ন হতো, তিনি তা থেকে গরিব-মিসকিনদের দান করতেন।
একদিন তিনি ইন্তেকাল করেন। এরপর বাগানের মালিকানা সন্তানদের হাতে চলে যায়।
কিন্তু তাঁরা মোটেও বাবার মতো উদার মনের ছিলেন না। তাঁরা নিজেদের মধ্যে বলাবলি করলেন, ‘বাগান থেকে যে পরিমাণ ফলমূল আসে, এতে তো আমাদের সংসারই চলে না, গরিব-মিসকিনদের দান করব কোত্থেকে?’ সেদিন রাতে তাঁরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তাঁদের বাগানের ওপর আল্লাহর আজাব নেমে আসে। মুহূর্তেই পুরো বাগান পুড়ে ছারখার হয়ে যায়। তাঁরা নিয়ত করে একদম সকাল-সকাল বাগানে গিয়ে সব ফলমূল পেড়ে আনবেন, গরিব-মিসকিনরা যেন মোটেও টের না পান, তাহলে তাঁরা এসে ভিড় জমাবেন। কিন্তু তাঁরা যখন এই কথা বলেন, ‘একদম সকালেই বাগানে যাব’, তখন ‘ইনশাআল্লাহ’ বলেননি।
সম্পদের মোহে তাঁরা ভুলে গিয়েছিলেন সবকিছুর মালিক আল্লাহ তাআলা। ভাবখানা এমন ছিল, ‘আমাদের সম্পদ আমরাই আনতে যাব, এখানে আল্লাহর নাম নেওয়ার কী আছে।’ কিন্তু তাঁরা জানতেন না তাঁদের ভাগ্যে কী লেখা আছে।
সেদিন রাতে তাঁরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তাঁদের বাগানের ওপর আল্লাহর আজাব নেমে আসে। মুহূর্তেই পুরো বাগান পুড়ে ছারখার হয়ে যায়। বোঝারই উপায় নেই গতকাল এখানে এক সবুজ-শ্যামল মনোরম বাগান ছিল।
সকালবেলা তাঁরা একে অপরকে ডেকে বললেন, ‘বাগানে যেতে চাইলে এখনই চলো, আর আস্তে আস্তে কথা বলবে, গরিব-মিসকিনরা যেন (আমাদের কথা শুনে) বাগানে আসতে না পারে।’
তাঁরা বাগানে ঢুকে দেখলেন সেখানে কিছুই নেই। তাঁরা বললেন, ‘আমরা বোধ হয় ভুল পথে চলে এসেছি।’ কিন্তু আশপাশ দেখে যখন বুঝলেন তাঁরা ঠিক জায়গাতেই এসেছেন, তখন বললেন, ‘হায়, আমাদের তো সব শেষ!’