ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলোনস্কি বিশ্বকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে কৌশলগতভাবে পারমানবিক বোমা ব্যবহার করতে পারে। শুক্রবার (১৬ এপ্রিল) মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভবনে বসে দেওয়া ওই বিশেষ সাক্ষাতকারে জেলোনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের জনগণের জীবনের মূল্য বোঝেন না। তাই সে যে কোনো সময় পারমানবিক হামলা চালাতে পারে।
জেলোনস্কি বলেন, অনেকে হয়ত আমার কথা সত্য মনে নাও করতে পারেন। কিন্তু বাস্তবতা সেদিকেই যাচ্ছে তাতে এটাই সত্য। এজন্য বিশ্বের সবাইকে সতর্ক হওয়া উচিত।
রাসায়নিক অস্ত্র রাশিয়া ব্যবহার করবেই, এতে কোনো সন্দেহ নেই জানিয়ে ইউক্রেন পেসিডেন্ট বলেন, এজন্য আমাদের ভয় পেলে চলবে না। বরং এর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার।
সাক্ষাতকারে জেলোনস্কি, রাশিয়ার যুদ্ধ জাহাজ ডুবে যাওয়া এবং যুদ্ধে ইউক্রেনের সৈন্য হারানো ও সাধারণ নাগরিকদের নিহত কথা তুলে ধরেন।
এদিকে রাশিয়ার হামলায় আড়াই হাজার থেকে তিন হাজার ইউক্রেন সৈন্য মারা গেছে বলে জানান জেলোনস্কি। আর ১৯ থেকে ২০ হাজার রাশিয়ার সৈন্য ইউক্রেনের হামলা নিহত হয়েছে বলে দাবি করছে ইউক্রেন। যদিও রাশিয়া বলছে এ সংখ্যা ১ হাজার ৩৫১ জনে। জেলোনস্কি আরও যোগ করেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের ১০ হাজার সৈন্য আহত হয়েছে।