ইসলাম ও ধর্ম ডেস্ক: পবিত্র কুরআন তেলাওয়াত করলে আমার অন্তরে প্রশান্তি তৈরি করে। পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে মসজিদে নববিতে এসে আবেগ কণ্ঠে বললেন ব্রিটিশ সংগীত শিল্পী হারিস জে। ওমরাহ পালন করতে গিয়ে মসজিদে নববিতে এসেছেন ব্রিটিশ সংগীত শিল্পী হারিস জে। এ সময় তাকে মসজিদে নববি প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত করতে গেছে। সম্প্রতি তার তেলাওয়াতের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে হারিস জে লিখেছেন, ‘আমি নিজের শান্তির খোঁজে মদিনায় এসেছি। আমি মহানবী মুহাম্মদ (সা.)-এর বাড়িতে এসে পবিত্র কোরআন তেলাওয়াত করছি, যা আমার অন্তরে প্রশান্তি তৈরি করে।’
এর আগে ওমরাহ পালন করে হারিস লিখেছেন, ‘যে সময় আপনার মহান আল্লাহর সাহায্য খুবই প্রয়োজন। আল্লাহর নির্দেশনা পালন করুন। আপনি তাকে আপনার পাবেন।’
এ সময় হারিস জে ইনস্টাগ্রামে পবিত্র কাবা ঘরের সামনে বন্ধুদের নিয়ে ইহরাম পরা নিজের ছবি পোস্ট করেন। তখন সাদা পোশাকে সবাইকে কনিষ্ঠা আঙ্গুল ওপরের দিকে তুলে ধরে আল্লাহর একত্ববাদের ইশারা করতে দেখা গেছে।
১৯৯৭ সালে হারিস জং লন্ডনের চেলসিতে জন্মগ্রহণ করেন। তার বাবা রহিম ভারতীয় ও আইরিশ বংশোদ্ভূত এবং মা ওমাইমা ইংরেজ ও জ্যামাইকান বংশোদ্ভূত। বাবা মা ও চার ভাই-বোনের সঙ্গে তিনি দক্ষিণ লন্ডনে বসবাস করেন। লন্ডনের ইসলামিক স্কুলে পড়ার সময় সে প্রবিত্র কোরআনের কিছু অংশ হিফজ করেন এবং মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন। এরপর ২০১৫ সালে তিনি ব্রিটিশ ব্রিট স্কুল অফ আর্টস অ্যান্ড পারফরম্যান্স থেকে স্নাতক সম্পন্ন করেন।
২০১৫ সালে তার প্রথম সংগীত ‘সালামু আলাইকুম’ প্রকাশ পায়। এরপর সালাম নামে তার একটি অ্যালবাম বের হয়। ফিলিস্তিনিদের সমর্থনে ‘সামথিং ইনসাইড সো স্ট্রং’ গান গেয়ে তিনি ইউরোপে জনপ্রিয় হন। ২০১৩ সালে অ্যাওয়েকেনিং রেকর্ডস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। এর জুরি বোর্ডে ছিলেন শিল্পী হামজা নামিরা, মাহের জেইন, ওয়াসিম মালাক ও বারা খারজির বিশ্বখ্যাত সংগীত শিল্পীরা।