ন্যাশনাল ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে নিমন্ত্রণ পাবে বিশ্বব্যাংক। সেই সঙ্গে দেশের সব বিরোধী, ডান-বাম দলকেও আমন্ত্রণ জানানো হবে।
আজ শনিবার (৪ জুন) মহাখালীর ব্র্যাক সেন্টারে নারী গাড়িচালকদের প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ব্র্যাক এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, আগামী ২৫ জুন সকাল ১০টায় পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন যান চলাচলের জন্য তা উন্মুক্ত হবে। সেই অনুষ্ঠানে বিশ্বব্যাংকসহ দেশের বিরোধী সব দলকে দাওয়াত করা হবে। কারণ, এটি জাতীয় অনুষ্ঠান।
পদোন্নতি পেলেন সেই অকুতোভয় ক্যাপ্টেন কানিজ
তিনি বলেন, পদ্মাসেতু নিয়ে যারা বিরোধিতা করছেন, উদ্বোধনের দিন তাদেরও আমন্ত্রণ রইল। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হবে। সশরীরে তারা তা দেখার সুযোগ পাবে।
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন কখনই পূরণ হবে না। কারণ, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।