আবহাওয়ার পরিবর্তন ডেস্ক, এইউজেডনিউজ২৪: পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে ফেরি চলছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ এর ট্রাফিক ইন্সপেক্টর আলতাফ হোসেন জানান, পদ্মায় প্রবল ঢেউয়ের কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে নদীতে শান্ত হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে।
বিআইডব্লিউটির আরিচা অঞ্চলের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল আলম জানান, সকাল থেকে পদ্মা নদী এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঝড়ো বাতাস বইছে। যে কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নদী এলাকায় আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে লঞ্চ চলাচল শুরু হবে।
বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করলেও বেশকিছু যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত প্রাইভেটকার পাড়ে আটকে পড়েছে। এছাড়াও গোয়ালন্দ মোড় এলাকায় ২ শতাধিক ট্রাক নদীপাড়ের অপেক্ষায় আটকে আছে। সূত্র : সময় টিভি