সারাদেশ ডেস্ক, এইউজেডনিউজ২৪: কমতে শুরু করেছে বিভিন্ন নদ-নদীর পানি। তবে যমুনা ও পদ্মায় বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানিবন্দি কয়েক লাখ মানুষ। যমুনা নদীর পানি বইছে বিপৎসীমার উপরে। এদিকে, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এসব এলাকায় ডুবে আছে অসংখ্য গ্রাম। এতে চরম দুর্ভোগে পড়েছেন অনেক মানুষ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৬৪ সেন্টিমিটার, দুধকুমার নদের পানি নুনখাওয়া পয়েন্টে ৫৩ সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টে ৪৩ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে বইছে। সিরাজগঞ্জে নদ-নদীর পানি বাড়তে থাকায় জেলার ৫টি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক স্থানে শুরু হয়েছে নদী ভাঙন। গত ২৪ ঘন্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহর রাবাঁধ পয়েন্টে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২ সেন্টিমিটার কমলেও এখনো রয়েছে বিপদসীমার ৮৪ সেন্টিমিটার বেশি। এতে কয়েক দিন ধরে ডুবে আছে ঘরবাড়ি, অনেক অফিস, স্থাপনা, বাজারঘাট ও ফসলি মাঠ। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাটে পানিবন্দি অন্তত ৯০ হাজার মানুষ। চ্যানেল টোয়েন্টি ফোর ও এটিএন বাংলা
পদ্মা ও যমুনা ছাড়া কমতে শুরু করেছে বিভিন্ন নদ-নদীর পানি। পানিবন্দি কয়েক লাখ মানুষ
আবহাওয়ার পরিবর্তন
0 Views