আবহাওয়ার পরিবর্তন ডেস্ক,এইউজেডনিউজ২৪: পদ্মা ও মেঘনার পানি বাড়ার সাথে, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুরসহ বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। কুড়িগ্রামে নদ-নদীর পানি কমার সাথে তীব্র হয়েছে, ১৯টি পয়েন্টে ভাঙন। এরই মধ্যে ১০ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। সেইসাথে অব্যাহত নদী ভাঙনে বাড়ছে মানুষের দীর্ঘশ্বাস। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় বাড়ছে বানভাসী লোকের সংখ্যা।
শেরপুরে ব্রহ্মপুত্রের পানি বেড়ে তলিয়ে গেছে, ১০টি গ্রাম। টাঙ্গাইলের কালিহাতিতে বেলটিয়ায় গাইডবাঁধ ভেঙে যমুনার গর্ভে, ৩০টি ঘরবাড়ি। বঙ্গবন্ধু সেতু রক্ষায় সাড়ে ৩৩ কোটি টাকা খরচে পূর্বপাড়ে দ্বিতীয় গাইডবাঁধের নির্মাণকাজ শেষ না হতেই, আবারও ভাঙন দেখা দিয়েছে।
সিরাজগঞ্জ ও জামালপুরে অব্যাহত আছে, যমুনার ভাঙন। গাইবান্ধায় ৩৫টি পয়েন্টে ও লালমনিরহাটের কয়েকটি এলাকায় নদী ভাঙন তীব্র হচ্ছে। এমন অবস্থায় পানিবন্দি ও ঘরহারা মানুষের দুর্ভোগ বেড়েছে চরমে।